স্টাফ রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে প্রতিষ্টিত অন্যতম শিক্ষা প্রতিষ্টান ড্যাফোডিল পাবলিক স্কুল এন্ড কলেজ নি¤œ মাধ্যমিক পর্যায়ে সরকারীভাবে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়েছে। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসকারী মাধ্যমিক বিদ্যালয়-১ এর উপ-পরিচালক আনোয়ারুল হক স্বাক্ষরিত পত্রে এই অনুমোদন প্রদান করা হয়েছে। উল্লেখ্য নান্দাইল উপজেলা সদরে পৌর এলাকায় গত ২০১৮ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উক্ত বিদ্যালয়ে একুশ জন শিক্ষক কর্মচারী ও ৩ শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রফিকুজ্জামান, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, পরিচালক দেলোয়ার হোসেন চঞ্চল, সুজন চন্দ্র দাস, অরুন মোদক, রেজাউল করিম মিলনের সার্বিক নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিশেষ সুনাম অর্জন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনায় খুবই সন্তোষ প্রকাশ করে বলেন, আপনারা বিদ্যালয়ের জন্য নিজস্ব জায়গা ক্রয় করেন। আমি সরকারীভাবে ছয় তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে দিবো। সরকারীভাবে বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পাওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত হয়েছে। শিক্ষানুরাগী অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল, মোহাম্মদ এনামুল হক বাবুল, কামরুজ্জামান খান গেনু, এবি সিদ্দিক খসরু আশা প্রকাশ করেন, বিদ্যালয়টি ভবিষ্যতে কলেজ পর্যায়ে পাঠদানের অনুমতি প্রাপ্ত হবে। সরজমিন পরিদর্শনকালে দেখা যায় বিদ্যালয়টি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সকল সুবিধা বিদ্যালয়টিতে বিরাজমান। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, ডিজিটাল হাজিরা সহ ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বিষয়ে বিশেষ জ্ঞান দান করা হয়। কলেজটির অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া এই প্রতিষ্টানটিকে আরো উন্নতমানের প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য প্রশাসন সহ এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন। ‘১০০ বছর পরে নান্দাইলকে কেমন দেখতে চান’ শিক্ষা বিষয়ক কমিটির সদস্য ও নান্দাইল রোড উচ্চস বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল বুধবার ৪ঠা ডিসেম্বর বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।