শাহজাহান ফকির : বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের বিজয়। আর একাত্তরের সেই ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয় দিন। সেই বিজয় মাসকে শ্রদ্ধা জানালো ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোববার নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাঙ্গালি জাতির অর্জিত লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বীর বাঙ্গালি ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে নান্দাইলবাসীর জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে একটি রোল মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। এসময় নান্দাইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাজহারুল হক ফকির ও মুক্তিযোদ্ধা আবুল কালাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।