অপর দিকে ঘোড়া প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য কেন্দুয়া পৌরসভার মেয়র ছাত্র নেতা মোঃ আসাদুল হক ভূঞা। হাতি প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদন্দিতা করেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোজাফরপুর ইউপি চেয়ারম্যান এন.এ.এম জাহাঙ্গীর চৌধুরী এবং ছাতা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম। এছাড়া তালা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতা করেন। শনিবার রাত ১০টার দিকে নির্বাচিতদের নাম ঘোষনা করেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এম.পি।