রফিকুল ইসলাম মোড়ল : ময়মনসিংহের নান্দাইল উপজেলার শুক্রবার উপজেলা জাকের পার্টির পক্ষ থেকে ফিলিস্তিনী জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এক মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্জ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর শাখার সভাপতি মো. হামিদুর রহমান মিলন, জাকের পার্টির নেতা মো. সিরাজ মিয়া, মো. জাহাঙ্গীর আলম, মো. আল মামুন আকন্দ ও মো. আব্দুল আলী। প্রায় ঘন্টাকানেকব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ফিলিস্তিনীর নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ সহ সকল প্রকার নির্যাতন বন্ধ করার জোর দাবী জানান।