এই সালটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষনা দিয়ে স্মরনীয় করে রাখার জন্য কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ ভূমিহীন পরিবারকে দেবে সরকারি খাস জমি। যাদের মাথাগুজার ঠাই নেই তারা বিনামূল্যে সরকারি খাস ভুমি পেয়ে ফুটবে মুখে হাসি। এছাড়া বাল্য বিয়ে মুক্ত কেন্দুয়া ঘোষনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বুধবার এক সভায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রশাসনের বাইরেও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নানা কর্মসূচি গ্রহণ করা যাবে। এ আহ্বানের প্রেক্ষিতে কেন্দুয়া গণ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সভায় জানান, মুজিব বর্ষ উপলক্ষে গণ সাহিত্য পরিষদ ও সমকাল সুহৃদ সমাবেশের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বরচিত ১০০ কবিতা সংগ্রহ করে কবিতা উৎসব পালন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ সাহিত্য পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অন্য সংগঠনও চাইলে বৃক্ষরোপন, রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সহ আরো অনেক মানবিক কর্মসূচি গ্রহণ করতে পারেন। সকল কর্মসূচিই অবগতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের জন্য পাঠানো হবে। তিনি সকলকে অন্য কর্মসূচি গ্রহণ করলে তা আগে থেকেই উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।