নিহত খাদিজা খানমের বাড়ি পার্শ্ববর্তী মদন উপজেলার নায়েকপুর গ্রামে। তিনি ওই গ্রামের রুহুল আমিন খান মাষ্টারের কন্যা। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে এনায়েত খান বাপ্পি, শিবপাশা গ্রামের মনিরুজ্জামান খান, তার ছেলে মোনায়েম খান, সুতিয়ারপার গ্রামের দুলাল মিয়া কে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে, অপর যাত্রী হাফিজুর রহমান কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেন্দুয়া মদন গোগ বাজার সড়ক ধরে কাইটাইল বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও কেন্দুয়া বাজার থেকে কাইটাইল বাজারে ছেড়ে যাওয়া সবজি বোঝাই ব্যাটারী চালিত অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হয় গোগ বাজার এলাকায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সিএনজি চালক গোলাপ মিয়াকে আটক করা হয়েছে। তিনি বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।