সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন, পারভীন সিরাজ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও দিগদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান ভূঞা। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই কমিটির সভায় তাকে চূড়ান্ত ভাবে উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। সাহিত্য ও শিক্ষানুরাগী সুশিল সমাজের ব্যক্তি হিসেবে পরিচিত কামরুল হাসান ভূঞা দিগদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যথেষ্ঠ অবদান রেখেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের অবদানের মূল্যায়নেই তাকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়।