মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি : স্বরূপকাঠিতে অবৈধভাবে ২‘শ কেজি লবন মজুদ করার অভিযোগে তপু নামে এক ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আবদুল্লা আল মামুন বাবু ওই আদালত পরিচালনা করেন। জানাগেছে, মংগলবার রাতে লবন মজুদ করার উদ্দেশ্যে পরিবহনে করে বড়িতে নেয়ার সময় জলাবাড়ি এলাকা থেকে পুলিশ তপুকে ২‘শ কেজি লবনসহ আটক করে। পরে আটককৃতকে ওই আদালতে হাজির করা হলে বিচারক অবৈধভাবে লবন মজুদ করে বাজার অস্থিতিশীল করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তপুকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সে উপজেলার আরামকাঠি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
55total visits,1visits today