বহিস্কৃতরা হলেন নুসরাত জাহান, পরীক্ষার রোল- ১২৩৮১, রোকনুজ্জামান ১১০২৩,নুরুল হায়দার রাশেদ, রোল- ১১০২৪ এ সর্বশেষ ই-ইউনিটে ২১ নভেম্বর পূর্ব নির্ধারিত সময় বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫টি ইউনিটের ২৩টি বিভাগে মোট আসন সংখ্যা ১,০৬০। উল্লিখিত আসনের বিপরীতে এ ইউনিটেÑ ৭,০০১; বি ইউনিটে- ৮,৯০৭; গ ইউনিটে- ৫,২০৩; ডি ইউনিটে- ১২,০৪০ এবং ই ইউনিটে- ১,৭৭৯টি আবেদনসহ সর্বমোট ৩৪,৯৩০টি আবেদন জমা হয়।