স্টাফ রিপোর্ট : ১৯ নভেম্বর দিবাগত রাতে নান্দাইল মডেল থানার এস আই শুভ্র সাহা ও আবু তালেব এর নেতৃতে সংঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন পরিচালনা করে। অভিযান কালে আচাঁরগাও গ্রামের মনজুরুল হকের ছেলে এখলাছ উদ্দীন (৪২)কে ৫ কেজি ২০০ গ্রাম গাজা সহ আটক করে।এসময় তার সহযোগী হিসেবে আটক করা হয় তার স্ত্রী জায়েদা খানম ও আনোয়ার মিয়াকে, আনোয়ার সুনামগঞ্জ জেলার বিষ্ণুপুর উপজেলার গামারিতলা গ্রামের কাঁচামিযার ছেলে। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত এবং নিয়মিত মামলার অাসামী সহ আরও ৬ জনকে গ্রেফতার করে।নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, মাদক সহ যে কোন অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি আটককৃতদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।