দুর্যোগ সহ উদ্ধার কার্যক্রমে সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পেলেন নান্দাইলের সন্তান
Reporter Name
Update Time :
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
২২৯
Time View
সাইদুর রহমান : রাষ্ট্রপতি পদক পেলেন নান্দাইলের কৃতি সন্তান। কর্ম দক্ষতা, দায়িত্বশীলতা, আর জীবনের ঝুঁকি প্রতিমুহূর্তে যে চাকুরীতে নিত্যদিনের সঙ্গী । সেই প্রতিকূলতাকে সঙ্গী করে, দুর্যোগ সহ উদ্ধার কার্যক্রমে সাহসিকতার পরিচয় দিয়ে ; মোঃ এনামুল হক ২০১৯ রাষ্ট্রপতি সম্মাননা পুরস্কার অর্জন করেন।
মো: এনামুল হক রসুলপুর গ্রামের নিবাসী নুরুল ইসলাম সাহেবের দ্বিতীয় সন্তান। তিনি ২০০৪ সালে ১৬ আগস্ট মাসে ফায়ারম্যন হিসাবে যোগদান করেন। বর্তমানে ময়মনসিংহের ঈশ্বরগন্জ উপজেলায় ফায়ারম্যন হিসাবে কর্মরত আছেন। তাঁর অর্জনের সাথে এলাকাবাসীর দোয়া রইলো।