কিন্তু তার পরেও পরিবারের পাশে থাকার কারণে ভারত সফরে যাওয়া হয়নি এই ড্যাশিং ওপেনারের। সাকিব তামিম দলের না থাকায় অনেকটাই চাপে থাকবে বাংলাদেশ। কিন্ত দলের অন্য খেলোয়ারেরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারেন তাহলেই তাদের অভাব পূরণ করা সম্ভব। সাকিব না থাকায় টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পারল করবেন মাহমুদুল্লাহ।
তাই তার অধিনায়কত্বের টেকনিকের দিকেও তাকিয়ে দল। আর অন্যদিকে তামিমের পরিবর্তে ডাক পাওয়া ইমরুল কায়েসের পারফরমেন্সের দিকেও তাকিয়ে থাকবে দল। মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনেরও জ্বলে উঠতে হবে। আর বোলিং বিভাগে সবাই দায়িত্ব নিয়ে বোলিং করতে পারলেই সাকিব-তামিম ছাড়া ভালো করার সম্ভব বাংলাদেশের।
কঠিন প্রতিপক্ষ ছাড়াও আবহাওয়ার সাথে যুদ্ধ করতে হবে বাংলাদেশের : বাংলাদেশের বিপক্ষে ভারত নিশ্চয়ই কঠিন প্রতিপক্ষ। তাই এদের বিপক্ষে জিততে হলে সর্বোচ্চটা দিয়েই জিততে হবে টাইগারদের। তবে কঠিন প্রতিপক্ষ ছাড়াও প্রথম টি-টোয়েন্টিতে আরো একটি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের। আর সেটি হচ্ছে দিল্লির আবহাওয়া। বাংলাদেশ দলের খেলোয়াড়রা বাদ্ধ হয়েই অরুণ জেটলি স্টেডিয়ামের মাস্ক পরেই অনুশীলন করেন। এই খারাপ আবহাওয়ার প্রভাব ম্যাচেও পরার সম্ভাবনা রয়েছে।
তাই কঠিন প্রতিপক্ষ ছাড়াও আবহাওয়ার সাথে লড়াই করতে হবে বাংলাদেশের। দুই বছর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারত-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচেও এই খারাপ আবহাওয়ার পরতে হয়েছিলো খেলোয়াড়দের। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই লঙ্কান খেলোয়াড়েরা মুখ ঢাকেন ‘মাস্কে’। দিল্লির বায়ুদূষণ নাকি সেদিন অসহনীয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে।