তবে এপর্যন্ত হাজী আলাউদ্দিনকে উক্ত ট্রাকের কোন কাগজ পত্র দেয়নি। ফলে বিগত ৮ই নভেম্বর/২০১৭ সনে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম মোটারযান শ্রমিক ইউনিয়ন অফিসে এক দরবার সালিশ বসলে উক্ত ফজলুল হক ট্রাকের কাগজ পত্র দরবারে হাজির না করে তালবাহানা করে দরবার ত্যাগ করে চলে যায়। বর্তমানে হাজী আলাউদ্দিন ট্রাকের কাগজ পত্র না পেয়ে প্রতারণার স্বীকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন। গাড়ীর কাগজ পত্র না থাকায় উক্ত ট্রাক রাস্তায় চলাচলে সীমাহীন দূর্ভোগ সহ গাড়ীটি হুমকীর মুখে রয়েছে। হাজী আলা উদ্দিন আরো জানান, ট্রাকের কাগজ পত্র উদ্বার করার জন্য বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হওয়া সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।