হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল হকের নেতৃত্বে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগানে সকাল শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের চৌরাস্তা গোলচত্বর প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাইওয়ে থানার সার্জেন্ট আজিজুল রহিম, সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল হক, নান্দাইল চৌরাস্তা শ্রমিক ইউনিয়নের সভাপতি নন্দন মিয়া প্রমুখ। এছাড়া চৌরাস্তার হাইওয়ে থানা পুলিশিং কমিটির সদস্যরা র্যালীতে যোগদান করেন।