স্টাফ রিপোর্ট- “জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ পালন করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান সহ জেলা পর্যায়ের কর্মকর্তারা র্যালীতে যোগদান করেন। সভায় বক্তারা বলেন, আসুন আমরা নিজেরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হই এবং অন্যদের সচেতন করি।