নিজস্ব প্রতিনিধি :ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে,পরিবেশের জন্য চরম ক্ষতিকর পলিথিন ব্যাগের বিপুল মজুদ ও বিপণনের অপরাধে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন। এসময় ব্যবসায়ি সাদেক মিয়ার দোকান থেকে ৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। পলিথিন বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ১৫ই অক্টোবর সন্ধায় এই অভিযান পরিচালিত হয়। সাদেক মিয়া প্বার্শবর্তী হোসেনপুর উপজেলার জিনারি গ্রামের আঃ গফুরের ছেলে।