শফিকুল ইসলাম শফিক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরখামাটকালী গ্রামে মঙ্গলবার দশম শ্রেনীর এক ছাত্রীকে জন্ম নিবন্ধন ছাড়া গোপনে বিবাহ দেওয়ায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহিম সুজন কনের পিতা চরভেলামারী গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র আবু সাঈদকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উল্লেখ্য, সোমবার মধ্য রাতে কাবিন রেজি: না করে আবু সাঈদ তার কন্যাকে ধর্মীয় মতে বিবাহ পড়িয়ে বরের হাতে তুলে দেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।