নিহত জুয়েনা কাশোরারচর গ্রামের অলি নেওয়াজের মেয়ে। সুমন পার্শ্ববর্তী চংশোলাকিয়া এলাকার আবদুর রহিম ভুট্টোর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ছয় মাস আগে অটোরিকশা চালক সুমনের সঙ্গে জুয়েনার পারিবারিকভাবে বিয়ে হয়। এর মাঝে জুয়েনা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভাব-অনটনের সংসারে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল।
ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ণ নেই। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামী সুমনকে ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।