ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একব্যক্তি তাকে হত্যার হুমকি দিয়ে একটি বার্তা প্রেরণ করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া সোমবার ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জানা যায়, সোমবার বিকাল ৫টা ৪৮ মিনিটে একটি মোবাইল ফোন থেকে ইউএনওর লাশ ফেলে দেয়ার হুমকি দিয়ে ক্ষুদে বার্তা পাঠায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।