সরজমিন গিয়ে দেখা যায়, কালিগঞ্জ বাজারের সরকারি জায়গায় নদীর পাড়ে একটি বিশালকার রেন্ট্রি গাছ অর্ধ কাটা অবস্থায় পড়ে রয়েছে। খবর নিয়ে জানযায়, বাহাদুর গ্রামের মো. মকবুল হোসেন ওরফে খেলু মিয়া তার পুত্র আলম, হাফিজ উদ্দিনের পুত্র বিল্লাল মিয়া ও দুলাল মিয়ার পুত্র জামাল মিয়া উক্ত রেন্ট্রি গাছের সমস্ত ডালপালা কেটে নিয়ে যায়। এসময় রাজগাতী ইউনিয়নের তহশীলদার খবর পেয়ে গাছ কাটতে বাধা দেয় এবং দশ হাজার টাকা মূল্যের গাছের ডাল নিজ জিম্মায় আটক করে। ইতিমধ্যে খেলু মিয়া আরও প্রায় ১০ হাজার টাকা মূল্যের গাছের ডালপালা নিয়ে যায়। রাজগাতি ইউনিয়নের চেয়ারম্যান মো. রুকন উদ্দিন খেলু মিয়া কর্তৃক গাছ কর্তনের বিষয়টি নিশ্চিত করে তিনি প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। রাজগাতী ইউনিয়নের তহশীলদার জানান, তিনি সরকারি জায়গায় গাছ কর্তনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করার জন্য নিষেধ দেন। কিন্তু খেলু মিয়া ও তার সহযোগীরা জোর পূর্বক ১০/১৫ হাজার টাকা মূল্যের গাছের ডালপালা নিয়ে যায়। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।