স্টাফ রিপোর্ট- সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার হত্যা মামলায় ময়মনসিংহ সোনালী ব্রাংক লি: এ কর্মরত উপ-মহাব্যবস্থাপক আব্দুল মজিদের পুত্র জেমি পুুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের কালিয়ান গ্রামে। এ প্রসংঙ্গে উপ-মহাব্যবস্থাপক আব্দুল মজিদ জানান, “আমি আমার ছেলেকে চিনি। সে কখনই খুনের মত ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। বড় ভাইদের কথায় সে ফেঁসে থাকতে পারে। ছেলে যদি দোষী সাব্যস্ত হয় তবে তার শাস্তি হউক তা আমি চাই”। পাঠকদের অভিমত এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ যে ১০জনকে আটক করেছে ১০০% তারা এই খুনের সাথে জড়িত এবং অতি ঠান্ডা মাথায় পিঠিয়ে ছাত্রটিকে নির্মমভাবে খুন করা হয়েছে। এদের সকলের গণ ফাঁসি হওয়া উচিত। একই সাথে সিসিটিভির ফুটেজ সনাক্ত করে বাকি ছাত্রদের অভিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়েছেন দেশের সাধারণ মানুষ।
সূত্র: কালের কন্ঠ