স্টাফ রিপোর্ট : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী শিরীন আক্তার (২৫) এর ঝুলন্ত লাশ উদ্বার করে নান্দাইল মডেল থানা পুলিশ। সোমবার সকালে লাল মিয়ার বসতঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস অবস্থায় দুই সন্তানের জননী গৃহবধু শিরীন আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানান, গৃহবধূ শিরীন আক্তারের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে এবং উক্ত ঘটনায় নান্দাইল মাডল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।