স্টাফ রির্পোট : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী হেলেনা আক্তারের বাড়িতে শুক্রবার পূর্ব শত্রুতা বসত বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ বাড়ি-ঘরে ভাংচুর করা হয়েছে। হেলেনা আক্তার জানান, একই গ্রামের মৃত হোসেন আলীর পুত্র লিটন মিয়া, হান্নাছ মিয়া, লিটন মিয়ার পুত্র বাবুল মিয়া, শরিফ মিয়া ও রেজিয়া খাতুন শুক্রবার রাত আনুমানিক ১০টায় দেশিও অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এসময় তাকে মারধর সহ শ্লীলতাহানি করে। হামলাকারীরা নগদ টাকা সহ বাড়ির দরজা জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। জাহাঙ্গীরপুর ইউনিয়নে চেয়ারম্যান আবুল কালাম মন্ডল হামলার বিষয়টি নিশ্চিত করে মহিলাকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন বলে জানান। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।