স্টাফ রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতীর ইউনিয়নের বিলভাদেরা গ্রামের মো. দুলাল মিয়ার পুত্র শরিফ মিয়া বিয়ের প্রলোভনে একই গ্রামের যুবতীকে গত এক বছর ধরে ধর্ষন করার পর যুবতীটি বর্তমানে ৬মাসের অন্ত:সত্তা হয়ে পড়েছে। ধর্ষক শরিফকে বার বার বিয়ের কথা বলার পরেও সে রাজী না হওয়ায় গত শুক্রবার (২৭সেপ্টেম্বর) যুবতীর মা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ধর্ষক শরিফের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ মামলা হওয়ায় বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতা যুবতীকে শনিবার মেডিকেল টেস্ট করানোর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষকে গ্রেফতার করার পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।