রমজান আলী : ময়মনসিংহের নান্দাইল উপজেলা সাংবাদিক সমিতির আয়োজনে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “তথ্য সবার অধিকার : থাকবে না কেউ পিছনে আর ” এই প্রতিপাদ্য নিয়ে সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক বাবুল, সমিতির সিনিয়র সহ সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান, গাংগাইল ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নেকবর আলী মাস্টার, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, যুগ্ম সম্পাদক মো. মঞ্জুরুল হক, শহিদ ভূইঁয়া, শাহজাহান ফকির, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আলী, সাংবাদিক সমিতির সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, মো. জহিরুল ইসলাম আলোচনায় অংশ গ্রহন করেন।
মো. মঞ্জুরুল হক মঞ্জু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক মো. সাইফুল ইসলাম শামীমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অক্টোবর মাসের শেষ সপ্তাহে তথ্য অধিকার আইনের উপর সাংবাদিক সমিতির আয়োজনে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের জন্য একটি অবহিত করণ সভা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।