বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন নান্দাইল সংবাদপত্র এজেন্সী সেতু’র পরিচালক মো. লুৎফুর রহমান, দৈনিক সংবাদের নান্দাইল প্রতিনিধি ও সদস্য মো. কামরুজ্জামান খান গেনু। সমিতির সাধারন সম্পাদক মো. আবুল হাসেম (মোহনা টিভি)’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পূর্ববতী সভার কার্যবিবরণী সহ পরবর্তী কার্যক্রমের বিশদ আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সমিতির সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল (নিউ নেশান), সহ-সভাপতি শংকর চন্দ্র বনিক (ইনকিলাব), যুগ্ম সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু (মানব কন্ঠ), শহিদ ভূইঁয়া (সন্ধ্যা বাণী), শাহজাহান ফকির (বর্তমান), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক (বজ্রশক্তি), অর্থ সম্পাদক শাহাব উদ্দিন ফকির (এসকে টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আলী (প্রতিদিনের সংবাদ), সমাজ কল্যাণ সম্পাদক এহতেশামউল হক শাহিন (স্বদেশ সংবাদ), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল (জিএসএননিউজ২৪), সদস্য জহিরুল ইসলাম (ক্রাইম তালাশ২৪), মাহবুব আলম (দূনীর্তি সমাচার) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখায় ২২জন সাংবাদিক স্বেচ্ছায় সদস্য পদ গ্রহন করেছেন।