ঢাকায় নান্দাইলের গর্বিত সন্তানেরা বিভিন্ন সামাজিক বা দলীয়ভাবে সাংগঠনিক শক্ত অবস্থানের জানা দিচ্ছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় নান্দাইলের আরেক তরুণ, গোলাম সুমেরুল রানা। সদালাপী, স্বচ্ছ, পরিস্কার রাজনৈতিক নেতা, সুমিষ্ট ভাষণের জন্য যার সুনাম আছে। রাজনৈতিক দক্ষতা আর জনপ্রিয়তা তাকে নিউ মার্কেট থানা ছাত্রলীগের সভাপতির পদে বসিয়েছিল। সেই সাংগঠনিক দক্ষতা আর কর্মী বান্ধব নেতৃত্বের জন্য নান্দাইলের কৃতি সন্তান গোলাম সুমেরুল রানাকে, ঢাকা মহানগর উত্তর, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমরা গর্বিত। তাঁর জন্য অভিনন্দন ও শুভ কামনার রইলো।
সূত্র: লেখক ও কলামিষ্ট : সাইদুর রহমান