স্টাফ রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামে তালাকপ্রাপ্ত এক মহিলাকে ধর্ষনের অভিযোগে রোববার নান্দাইল মডেল থানায় একই গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র আলাল উদ্দিন ওরফে লক্কু মিয়া (৪০) নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাগেছে ২বছর পূর্বে তার স্বামী মিলন মিয়া তাকে তালাক প্রদান করে। তালাকের পর থেকে সে নিজ বাড়িতেই অবস্থান করতেন। প্রতিবেশী চাচা আলাল উদ্দিন তাকে অন্যত্র বিয়ে দিবে এই কথা বলে শনিবার রাতে উক্ত মহিলাকে তার বাড়িতে এনে ইচ্ছার বিরুদ্ধে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা সহ ধর্ষিতাকে মেডিকেল টেস্ট করানোর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষককে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে। স্থানীয়ভাবে জানাগেছে উক্ত আলাল উদ্দিনের নামে ইতি পূর্বেও আরও একটি ধর্ষন মামলায় জেল হাজত খেটে বর্তমানে জামিনে রয়েছে।