আবু হানিফ সরকার : ময়মনসিংহের নান্দাইলের খারুয়া ইউ পির আব্দুল্লাহপুর গ্রামের রিপন মিয়ার পুত্র,আরিফ রব্বানী(২৪) নামে এক যুবক নিহত হয়েছে। স্থানীয় ইউ পি সদস্য আঃ হালিম বলেন, আরিফ টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করত। ২৯ আগস্ট সন্ধ্যায় সে কর্মস্থল থেকে ফেরার পথে ছিনতাই কারীর কবলে পড়ে। ছিনতাই কারীরা তার বুকে ছুরিকাঘাত করলে স্থানীয়দের সহযোগিতায় টঙ্গী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাসায় ফিরে যায়, ৭ সেপ্টেম্বর সন্ধার পর ক্ষতস্থানে দেয়া সেলাই কাটতে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।রবিবার বিকালে গ্রামের বাড়ি আব্দুল্লাহপুরে তার দাফন সম্পন্ন হয়েছে।