স্টাফ রিপোর্ট- ময়মনসিংহের নান্দাইলে তিন লাখ টাকা যৌতুক না পেয়ে অন্তসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান। নিহত নাছিমা নান্দাইল পৌর সদরের আহামুদাবাদ গ্রামের হেলাল উদ্দীনের মেয়ে। নিহতের বাবা হেলাল উদ্দীন বলেন, খাারুয়া ইউপির হালিউরা গ্রামের আবুল কাসেমের ছেলে মুখলেসের সঙ্গে মেয়েকে বিয়ে দেই। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মেয়েকে নির্যাতন করত জামাইয়ের পরিবার। এতে সাধ্য মতো যৌতুকের চাহিদা মেটাতে চেষ্টা করেছি। তিনি আরো বলেন, ২ সেপ্টেম্বর আবারো তিন লাখ টাকা যৌতুক দাবি করে জামাই ও তার পরিবার। কিন্তু যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর মেয়ের ওপর শারীরিক নির্যাতন শুরু করে তারা। এতে মেয়ে অসুস্থ হলে আমাদের না জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বলেন, মরদেহটিকে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।