1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :

জাতীয়

শিরোনাম

বয়স্ক ভাতা বই পেয়ে আবেগ আপ্লুত হলেন আলোচিত মোয়াজ্জেমপুরের নিবশ আলী 

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ১১৯ Time View

 

মোঃ আবু হানিফ সরকার : বহুল আলোচিত সেই নিবশ আলীর হাতে আজ বয়স্ক ভাতার বই তোলে দিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন।আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার,  উপজেলা সমাজসেবা অফিসার ইনসান আলী, যুবউন্নয়ন অফিসার ফয়েজ উদ্দীন,পরিসংখ্যান অফিসার  মোঃ  সালাহ উদ্দীন, বি আর ডি বি অফিসার শাহ আলম সহ  সাংবাদিক আবু হানিফ সরকার।২০১৭ সালের ১৭ জুন  সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন মোয়াজ্জেমপুর ইউনিয়নের  কামালপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র  নিবশ আলী (৮১) জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করতে সুপারিশ করেন।দীর্ঘ একবছর সুপারিশের কাগজটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছেন।তার ভাতার ব্যবস্থা হয়নি।বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট  ও অনলাইন মিডিয়ায় সমালোচনার  ঝড় বয়ে যায়।বিষয়টি সাংসদ তুহিনের নজরে আসলে সমাজসেবা অফিসার ইনসান আলীকে গুরুত্ব সহকারে কার্ডের ব্যবস্থা করতে নির্দেশনা দেন । তার প্রেক্ষিতে হতদরিদ্র নিবশ আলী ২৮ শে আগষ্ট বিকালে তার বয়স্ক ভাতার কার্ড বুঝে পেলেন। ভাতার বই হাতে পেয়ে নিবশ আলী আবেগ আপ্লুত হয়ে পড়েন। তখন  ইউএনও সুজন তাকে সান্ত্বনা দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আপনার মতো হতদরিদ্রদের সেবায় আমরা যথেষ্ট রয়েছি, যেকোন প্রয়োজনে আমার কাছে আসবেন।এ সময়  নিবশ আলীকে চা দিয়ে আপ্যায়িত করেন।  সমাজসেবা অফিসার ইনসান আলী বলে নিবশ আলী পূর্ণ  এক বছরের ভাতা পাবেন।।তার বইটি দিতে পেরে আমি খুব খুশি।
Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews