নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুর রহিম সুজন বৃহস্পতি ও শুক্রবার ২টি বাল্যবিবাহ বন্ধ করেছেন। ডাংরী গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী একা (১৪) ও মোয়াজ্জেমপুর গ্রামের আব্দুল মোনায়েমের মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী মুক্তা আক্তার (১৫) এর বিয়ে পুলিশ পাঠিয়ে বন্ধ করেন। উভয় পিতা ১৮বছর না হওয়া পর্যন্ত মেয়েদের বিয়ে দিবেন না এই মর্মে মুছলেখা দেবার পর তাদেরকে অর্থনৈতিক জরিমানা করা হয় নাই। কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী বিষয়টি ইউএনও’কে অবহিত করলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন।