ক্রাইম রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকার এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের দায়ে দ্বীন ইসলাম স্বপন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, সোমবার রাতে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে জঙ্গলে ধর্ষন করা হয়। ধর্ষিতার মা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। পরে পুলিশ ধর্ষককে আদালতে ও ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।