ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুইশত পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ইউনুস মিয়া, বিকন সরকার ও কাঞ্চন আহম্মেদ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবির এসআই মাসুদ জামালী শুক্রবার ভোরে সংগীয় অফিসার ফোর্সসহ ধোবাউড়ায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ফকির বাজার এলাকা থেকে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইউনুস মিয়াকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই আলাউদ্দিন বাদল বিভাগীয় শহরের দিঘারাকান্দা বাইপাস থেকে শুক্রবার সকালে ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী বিকন সরকার ও কাঞ্চন আহম্মেদকে গ্রেফতার করে। তাদের নামে পৃথখ মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।