ডেঙ্গু
“মাহবুবুর রহমান বাবুল”
তোমায় নিয়ে চিন্তায় বিভোদ
তুমি-ই মহারাজা।
ইচ্ছা করলে দিতে পার
পরপারের সাজা।
অস্ত্র কামান গোলা বারুদ
মানে তোমায় হার।
আম জনতা বলছে এখন
ছিলে তুমি কার।
কেন আসলে ছোট্র দেশে
মশারিতে বাস।
একটু খানি হুংকারেতে
হচ্ছে সর্বনাশ।
২
অল্প স্কেলে চাকরি করেও
আকাশচুম্বি বাড়ি।
কারো ইচ্ছে পূরণ করতে
মাসে বদলায় গাড়ী।
পদ পদবী ছোট হলেও
ধরা পড় বাবু।
দু’হাত ভরে করে কামাই
করেও তাদের কাবু।