জিএসএন ডেক্স: জামালপুরে মাদ্রাসার এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে অপর এক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কাসারুপাড়া হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী শাহাদত হোসেন সাদ (৯) স্থানীয় শৈলেরকান্দা গ্রামের সুরুজ্জামান মাস্টারের পুত্র। ঘাতক আবু রায়হান (১৫) জামিরা গ্রামের খলিলুর রহমানের পুত্র।
জামালপুর সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল বারী জানান, কাসারুপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রাবাসে নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হানের সাথে একই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী শাহাদত হোসেনের কথা কাটাকাটি হয়।
তরকারি কাটা নিয়ে বিরোধের জেরে এক পর্যায়ে আবু রায়হান হাতে থাকা বটি দা দিয়ে সাদের মাথায় ও ঘারে একাধিক কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক আবু রায়হানকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে ।