ফাইল ছবি
জিএসএন ডেক্স: আগস্ট মাসে জঙ্গি হামলা হতে পারে, তাই নেতা-কর্মীদের সতর্কভাবে কর্মসূচি পালনে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় যুবলীগ আয়োজিত মাসব্যাপী বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ মাসে কিন্তু বিপদেরও আশঙ্কা আছে। সতর্ক থাকতে হবে। স্যাবোটাজের আশঙ্কা আছে, জঙ্গিবাদের আশঙ্কা আছে। আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তারা জানে একজন শেখ হাসিনাকে শেষ করে দিতে পারলে আওয়ামী লীগকে স্তব্ধ করে দেওয়া যাবে।
সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। পরিস্থিতি আশঙ্কাজনক। তবে নিয়ন্ত্রণের বাইরে নয়। ডেঙ্গু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষাধিক মানুষ এই রোগে আক্রান্ত। ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মোকাবিলা করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিদেশ ভ্রমণ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মন্ত্রী বিদেশে গেলেও মন্ত্রণালয়ের কাজ এক ঘণ্টাও থেমে ছিল না।
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি করেছে বিএনপি, তারও সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী নয়, আন্দোলন করতে ব্যর্থ হওয়ায় বিএনপি নেতাদের গণপদত্যাগ করো উচিত।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ঘটেছিল পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ড। ১৫ আগস্ট যারা কেক কেটে জন্মদিন পালন করে তাদের সাথে কর্মসম্পর্ক রাখাটা কঠিন।
সূত্র: এনটিভি