আবু হানিফ সরকার : ময়মনসিংহ নান্দাইল থেকে গত রাতে তিনটি গরু চুরি হয়েছে।গরু গুলি নান্দাইল পৌর সদরের চারিআনি পাড়া গ্রামের জসীমউদ্দিনের। তিনি জানান ফজরের নামাজের পর ঘরে থেকে বের হয়ে দেখি গোয়াল ঘরের দড়জা খোলা।
ঘরে গিয়ে দেখি আমার গোয়ালে থাকা ৮ মাসের তিনটি গাভীন গুরু চুরি গেছে। আমার গুরু গুলো প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের।দুটি লাল ও একটি সাদা রঙের। চুরেরা আমাকে নিঃস করে ফেলছে। আমি এখনো থানায় যায়নি কিছুক্ষণ পর থানায় অভিযোগ দেব।