জিএসএন ডেক্স: ‘বীর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ২০১০ সালে বলিউডে জেরিন খানের পথচলা শুরু। ক্যারিয়ারের প্রথম ছবিতেই সালমান খানের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা।
এরপর তার অভিনীত ‘হাউসফুল-২’ সিনেমাটিও ব্যবসাসফল হয়। ‘হেট স্টোরি-৩’-এ পুরোনো ইমেজ ভেঙে আবেদনময়ীরূপে হাজির হন জেরিন। এ সিনেমায় ব্যাপক খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন।
সর্বশেষ এ নায়িকা অভিনয় করেছেন ‘১৯২১’ শিরোনামের ভৌতিক চলচ্চিত্রে। সেটাও মুক্তি পেয়েছে গত বছর। কিন্তু তারপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি জেরিন খান। তবে কামব্যাক করার জন্য মুখিয়ে আছেন না। নিজেকে আরো ভালোভাবে তৈরি করছেন।
জেরিন বলেন, সত্যি বলতে আমার হাতে এখন কোনো সিনেমা নেই। তবে আমি আত্মবিশ্বাস হারাইনি। কারণ, অভিনয়ের পাশাপাশি এখন শারীরিকভাবে আমি অনেক বেশি ফিট।
যেকোনো পোশাক পরার জন্যও প্রস্তুত আমি। যদি চরিত্রের খাতিরে নগ্ন হতেও হয়, তাতে আপত্তি নেই আমার। আমি এমন কাজ করতে চাই, যে কাজটি দর্শক দীর্ঘ সময় মনে রাখে।
সূত্র: প্রতিদিনের সংবাদ