জিএসএন ডেক্স: দৈনিক জনকণ্ঠ থেকে পদত্যাগ করেছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানাযায়।
সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদক পাওয়া স্বদেশ রায় জনকণ্ঠের সঙ্গে যুক্ত ছিলেন ২০০৪ সালের মার্চ থেকে। দেড় দশকে পত্রিকাটিতে প্রথমে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও পরে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
জনকণ্ঠ ছাড়ার কারণ জানতে চাওয়া হলে স্বদেশ রায় বলেন, তিনি নতুন একটি মিডিয়া হাউজে জড়িত হচ্ছেন, যেখান থেকে টেলিভিশন, রেডিও, অনলাইন ও মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হতে যাচ্ছে।
“অনলাইন ও মুদ্রিত সংবাদপত্রের সম্পাদক এবং টেলিভিশন ও রেডিওর প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদকের দায়িত্ব নিতে চলেছি,” বলেন স্বদেশ রায়।
সাঁইত্রিশ বছরের সাংবাদিকতা পেশায় দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন স্বদেশ রায়।
১৯৮২ সালে সাংবাদিকতায় আসা স্বদেশ রায় কাজ করেছেন যায়যায়দিন, ম্যাগাজিন সচিত্র সন্ধানী, দৈনিক রুপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকা, সাপ্তাহিক পরিবর্তন, দৈনিক নব অভিযানসহ বিভিন্ন পত্রিকায়।
এরশাদবিরোধী গণআন্দোলনের সময় সচিত্র সন্ধানী পত্রিকায় ‘কালান্তর’ ছদ্মনামে লিখতেন স্বদেশ রায়। সে সময় তার লেখা জনপ্রিয়তা পায়।
সম্প্রতি দেশের সব ধরনের সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব নিয়ে গড়ে ওঠা সংগঠন এডিটরস গিল্ড, বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য এ সাংবাদিক কাজ করেছেন প্রতিবেদন ও সম্পাদকীয় দুই বিভাগেই।
তার বিভিন্ন লেখা ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, মালদ্বীপের বিভিন্ন পত্রিকায়ও প্রকাশিত হয়েছে।