রমজান আলী : ময়মনসিংহের নান্দাইল উপজেলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রোববার নান্দাইল এপি ট্রেনিং হল রুমে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক আব্দুল রাজ্জাক ভুইয়ার সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের ম্যানেজার সুমন রুরামের’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উক্ত সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূইয়া, এনামুল হক বাবুল, অরবিন্দ পাল অখিল, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, ইউসুফ আকন্দ মুজিবুর প্রমুখ।
পরে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সাংবাদিক বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম শফিক, শাহজাহান ফকির, আবু হানিফ সরকার, এইচ এম সাইফুল্লাহ, আবুল খায়ের হিমেল ও ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের প্রোড্রাকশন অফিসার উজ্জল প্রেড্রিক। উক্ত কর্মশালায় নান্দাইলে কর্মরত ৩০জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা শিশুদের প্রতি শারীরিক সহিংসতা বন্ধ সহ শিশুর অধিকার আদায় এবং মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে পারিবারিক ও সামাজিক সচেতনতায় সৃষ্টির জন্য সকলকে কাজ করার আহ্বান জানান।