ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে খলিলুর রহমান (২৫)। ভালুকার একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। নিহত অপরজন অজ্ঞাত (২৮) রিকশাচালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভালুকার কাঁঠালী এলাকায় গ্রামীণসেবা পরিবহনের দ্রুতগতির একটি বাস উল্টো পথে আসা ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশাটি ধুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান রিকশার যাত্রী খলিলুর রহমান।
স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় অজ্ঞাত রিকশাচালককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, গ্রামীণসেবা পরিবহনের একটি বাস উল্টো পথে আসা একটি রিকশাকে চাপা দিলে যাত্রী ও রিকশাচালক দুজনই মারা যান। বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।