শাহজাহান ফকির : ময়মনসিংহের জেলা পুলিশের নির্দেশনায় নান্দাইল মডেল থানা পুলিশ গলাকাটা গুজব প্রতিরোধে শূক্রবার প্রতি মসজিদে মসজিদে জনসচেতনতামূলক কর্মসূচী পালন করেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনসুর আহম্মেদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, আবু তালেব, খাইরুল ইসলাম, আ. ছাত্তার সহ পুলিশ কর্মকর্তাগণ নান্দাইল উপজেলার বিভিন্ন মসজিদে পবিত্র জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে জন সচেতনতামূলক বক্তব্য রাখেন। এছাড়া মসজিদের ইমামগণও উক্ত গুজব প্রতিরোধে বক্তব্য রেখেছেন। নান্দাইল মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ জানান, ছেলে ধরা গুজব সম্পর্কে এবং সন্দেহজনক কাউকে গনপিটুনি না দিয়ে আটক করে নিকটস্থ থানা পুলিশকে অবহিতকরণ বা ৯৯৯ এ কল দিয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে আহ্বান করেন। নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদ কমিটির সেক্রেটারী সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল উপস্থিত হয়ে বিষয়টি খতিবের মাধ্যমে সকলকে অবহিত করেন।