স্টাফ রিপোর্টঃ ময়মনসিংহের নান্দাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) একাধিকবার ধর্ষণের অভিযোগে মোঃ রাসেল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) গ্রেফতারকৃত রাসেল মিয়াকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করে নান্দাইল মডেল থানা পুলিশ। জানা যায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে রাসেল মিয়া। একই গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় পার্শ্ববর্তী পান ক্ষেতে সহ বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে। ২২ জুলাই রাতে ঐ তরুণীকে চুপিচুপি বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী পান ক্ষেতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের কথা বললে রাসেল মিয়া রাজি না হলে তরুণী ২৩ জুলাই নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। মামলা নং-(৩৫)। পরে থানা পুলিশ রাত ৯টার দিকে রাসেল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার যথেষ্ট স্বাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত রাসেল মিয়াকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।