স্টাফ রিপোর্টঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ডাকিপাড়া গ্রামের এতিম দৃষ্টি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ করেছে একই গ্রামের বাদশা মিয়া নামে এক লম্পট। লম্পট বাদশা মিয়া বিগত ছয় মাস বা তারও অধিক সময় ধরে অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবন্ধি কিশোরীটিকে ধর্ষন করেছে এবং এই বলে হুমকি দিয়ে আসছিল যে, যদি সে কাউকে বিষয়টি জানিয়ে দেয় তবে তাকে মেরে ফেলা হবে। ধর্ষকের এমন হুমকির ভয়ে প্রতিবন্ধি কিশোরী বিষয়টি কারো কাছে বলতে সাহস করেনি। অন্তসত্বা হয়ে পড়লে ধর্ষক বাদশা তাঁর পরিবারের সহয়তায় গত ১৭ ই জুলাই কিশোরগঞ্জ তার বড় ভাইয়ের বাসায় রেখে ৬ মাসের অন্তসত্বা প্রতিবন্ধী কিশোরটির গর্ভের সন্তান নষ্ট করে ফেলে। ধর্ষিতা প্রতিবন্ধির পরিবার নিরীহ হওয়ায় তারা কোন জোরালো প্রতিবাদ করার সাহস পায় নি। বিষয়টি ধর্ষিতা পার্শ্বের আরেক বাড়িতে গিয়ে ঘটনার সবকিছু জানালে, এলাকায় ধর্ষনের ঘটনাটি প্রকাশ হলে, তখন ধর্ষক বাদশা এলাকা থেকে গা ঢাকা দেয় । এলাকার লোকজনের সহায়তায় ধর্ষিতা কিশোরিটি তার মাকে নিয়ে ২৪ জুলাই বুধবার থানায় হাজির হয়ে ধর্ষনের বিষয়ে থানায়া মামলা দায়ের করেছে। নান্দাইল মডেল থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (২৫শে জুলাই) ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য ধর্ষিতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক খাইরুল ইসলাম জানান ধর্ষক বাড়ি-ঘরে তালা মেরে স-পরিবারে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।