ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০১৯ সালের এইচ এস সি পরীক্ষায় একমাত্র GPA 5 পাওয়া মেহেরুন্নেছা ও তার বাবা। সে মুশুলী স্কুল এন্ড কলেজ এর ছাত্রী। সোমবার (২২জুলাই) নান্দাইল এর মাননীয় জাতীয় সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের হাত থেকে জাহানারা খান ফাউন্ডেশান কর্তৃক প্রদত্ত ৫০০০/- টাকার বৃত্তির চেক গ্রহন করেন। জিএসএন নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।