ময়মনসিংহের নান্দাইল উপজেলার অসহায় দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, কাজের বিনিময়ে টাকা কর্মসুচীর মাধ্যমে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় উপজেলার হতদরিদ্রদের মাঝে ১৪৬ বান্ডেল ঢেউটিন এবং প্রতিজন ৩০০০ হাজার টাকা করে মোট ৪লক্ষ ৩৮হাজার টাকার নগদ চেক বিতরন করা হয়।ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।