স্টাফ রিপোর্ট: ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় খালের উপর ১৯টি ছোট বড় সেতু নির্মাণ করার জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে ৪ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। ১৯টি সেতু নির্মাণ কাজে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে ১ হাজার ৭শত সিডিউল বিক্রি করে ১৫ লক্ষ টাকা আয় করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রেজাউল করিম জানান। এই বিপুল সংখ্যক সিডিউল বিক্রি হওয়ায় প্রকাশ্যে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হবে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণপ্রতিনিধি, ঠিকাদার ও সাংবাদিকদের উপস্থিতিতে চলতি সপ্তাহে লটারি অনুষ্ঠানের আয়োজন করা হবে পিআইও জানান।