মাহবুবুর রহমান বাবুল- শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আর্থিক স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতার পুরস্কার হিসেবে শেরে বাংলা এওয়ার্ড পেলেন নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্টান তারঘাট আনছারীয়া আলিম মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম।
শুক্রবার ঢাকা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে প্রধান অতিথি এপিলেট ডিভিশন এর বিচারপতি মো,নিজামুল হক নাসিমের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, ডি আইজি, শিক্ষাবিদ জনপ্রতি সহ সুশীল সমাজের ব্যক্তি বগ’।
তাছাড়া অনান্যের মধ্য বক্তব্য ও সমকালীন স্বরচিত ছড়া পাঠ করেন প্রভাষক মো,মাহবুবুর রহমান বাবুল। ময়মনসিংহ বিভাগ থেকে দুজন পদক লাভ করেন। উল্লেখ্য মাওলানা আব্দুর রহিম ২০১৩ ইং অধ্যক্ষ হিসেবে তারঘাট আনছারীয়া আলিম মাদরাসা যোগদান করেন।
যোগাদানের পর থেকে প্রশাসনিক দক্ষতা ও পরিচালনা নান্দাইল উপজেলা পাবলিক পরীক্ষায় সুনামের সহিত ফলাফল করে আসছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।