প্রতীকি ছবি
আবুল হাসেম: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে সোমবার কৃষকদের সমন্বয়ে কৃষি সমিতি উদ্বোধন করা হয়েছে। নান্দাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল সমিতির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গাংগাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, মোহনা টিভি ও জোমা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা আনিস আকন্দ, আওয়ামী যুবলীগ নেতা জাকির হোসেন চঞ্চল। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হকের পরিচালনায় সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারী আবুল হোসেন, তোফাজ্জল হোসেন, উসমান, আতাউর রহমান আকন্দ সহ আরও অনেকেই। উল্লেখ্য ৩০ সদস্য বিশিষ্ট এই কৃষি সমিতিতে তাদের নিজস্ব তহবিল এক লাখ টাকা হওয়ায় সরকার আরও ২ লাখ টাকা দিয়ে দুটি পাওয়ার টিলার ও ১টি মাড়াই কল অনুদান দিয়েছে। তাদেরকে একটি অফিস ঘর নির্মাণ করে দেওয়ার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট দাবী জানালে চেয়ারম্যান তা করে দিবেন বলে সম্মতি প্রদান করেন।